১। ধর্ম রাজার বসবাস অত্র ইউনিয়নে।
শত বছরের কাল পরিক্রমায় ধর্মপাল ইউনিয়নস্থিত ধর্মপাল গ্রামে ধর্ম রাজা অবস্থান রয়েছে। এর মধ্যে একটি মন্দিরে রয়েয়ছ হিন্দু ধর্মে প্রতি বছর বুদ্ধ পুর্ণিমাতে মহাসমারোহে তিন দিনব্যাপী বিভিন্ন পুজা ও অনুষ্ঠান হয়ে থাকে। এ পুজানুষ্ঠানর মধ্যে রয়েছে— প্রথম দিন অধিবাস ও সমবেত উপাসনা। দ্বিতীয় দিন উষালগ্নে মঙ্গল আরতি, প্রভাতী শিবসঙ্গীত, শিবপূজা, বিষ্ণুপূজা, গুরুপূজা, সপ্তসতী চণ্ডী পাঠ, পুষ্পাঞ্জলি ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ। বিকালে ধর্মসভা ও বিশ্বশান্তিকল্প্পে সমবেত প্রার্থনা এবং রাতে স্মৃতি মন্দিরে মহাশক্তির পূজা ও সমবেত প্রার্থনা। তৃতীয় দিন শীতলা দেবীর পূজা ও হোম। এ উপলক্ষে বিভিন্ন স্থান হতে বহু পুন্যার্থীর শুভাগমন ঘটে।
যাতায়াত - জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট থেকে সিএনজি/ রিক্সা যোগে বাজারে আসা যায়।ভাড়ার হার- ১৫ -২০ টাকা। (জনপ্রতি)মিরগজ আসতে হয়। সেখান উত্তরে ১০ কি: মি:দূরে স্থানে অবস্থান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস